Comments

গ্রীষ্মের তাপমাত্রার ওপর নির্ভর করবে লোডশেডিং: বিদ্যুৎ উপদেষ্টা

 


আগামী গ্রীষ্মে লোডশেডিংয়ের পরিমাণ সে সময়ের তাপমাত্রার ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, গরমে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রীর মধ্যে রাখতে হবে।

শনিবার (৮ মার্চ) বিকেলে নগরীর দক্ষিণ আগ্রাবাদের আবিদার পাড়া এলাকা পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী বর্ষার মধ্যে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে না। এটি সমাধান করতে আরও সময় লাগবে। এ সময় জনগণইকে ড্রেন, খাল-নালার মধ্যে প্লাস্টিক ও পলিথিন না ফেলার আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর খাল ও নালাগুলো পরিষ্কার করার সময় কারও বিল্ডিং বা স্থাপনা থাকলে তা ভেঙে ফেলা হবে। কোনো ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে কাজকে অগ্রাধিকার দেয়া হবে। এ সময় পরিবেশ রক্ষায় নগরবাসীকে সচেতন হওয়ার কথা বলেন তিনি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.