Comments

মেগা ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

 

মেগা ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে টস জিতে ভারতের বিপক্ষে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় মুখোমুখি হবে দু’দল।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, আক্সার প্যাটেল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ ইয়াদভ ও বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ড একাদশ: মিচেল স্যান্টনার (অধিনায়ক), উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, কাইল জেমিসন, উইলিয়াম ওরোর্ক ও নাথান স্মিথ।

আসরের সবগুলো ম্যাচ জিতে ফাইনালে পা রেখেছে ভারত। অপরদিকে, নিউজিল্যান্ড একটিমাত্র ম্যাচে হেরেছে যেখানে প্রতিপক্ষ ছিল মেন ইন ব্লু’রা। যোগ্য দুই দলের ভেতরই হচ্ছে ফাইনাল ম্যাচ— এটিই মনে করছেন ক্রিকেট ভক্তরা।

উল্লেখ্য, টানা তিন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলছে ভারত। নিউজিল্যান্ড ২০০৯ সালের পর এই প্রথম এবং সব মিলিয়ে তৃতীয়বার ফাইনালে উঠেছে। ২০০০ সালে দু’দলের মধ্যকার ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কিউইরা।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.